শ্রীনগরে জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধের উদ্বুদ্বকরণ সভা অনুষ্ঠিত
অধীর রাজবংশী শ্রীনগর , মুন্সিগঞ্জ : মুন্সীগঞ্জ শ্রীনগরে মাদক, সন্ত্রাস জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ মার্চ ২০২৩ রবিবার দুপুরে হাসাড়া ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায় উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে মাদক নিয়ন্ত্রক অধিদপ্তর মুন্সিগঞ্জ ইন্সপেক্টর শিবনাথ কুমার সাহা,ইন্সপেক্টর অপারেশন শ্রীনগর থানা পুষ্পেন দেবনাথ, উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, হাসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোলায়মান খান, হাসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জালাল উদ্দিন সহ সাংবাদিক, শিক্ষক, ইমাম, কাজি, ইউপি সদস্য, রাজনৈতিক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।