Breakingসারাদেশ

শ্রীনগরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের উপদেষ্টা সুব্রত সরকারের উদ্যোগে কম্বল বিতরণ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, শ্রীনগর, মুন্সিগঞ্জ :
শ্রীনগরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা ও বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকারের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।

 

৩০ জানুয়ারী মঙ্গলবার বিকালে সরকারি শ্রীনগর কলেজ সংলগ্ন তার নিজ বাস ভবন থেকে স্থানীয় শীতার্ত মানুষের মাঝে ইঞ্জিনিয়ার সুব্রত সরকার উপস্থিত হয়ে কম্বল বিতরণ করেন। তিনি বলেন এর আগে বিগত ৫ম সপ্তাহের প্রতি মঙ্গলবার বিকালে স্থানীয় শীতার্তদের মাঝে আমার কম্বল বিতরণ অব্যাহত ছিলো। আজ ৬ষ্ঠ সপ্তাহের মঙ্গলবার বিতরণ শেষ করলাম। এ পর্যন্ত আমি নিজস্ব অর্থায়নে প্রায় নয়শত কম্বল বিতরণ করেছি।

 

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় আ’লীগ নেতা মো.খোরশেদ আলম, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব ঘোষ, শ্রীনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা শংকর দাস, জীবন কৃষ্ণ দাস, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা নিতু দাস প্রমুখ।

Related Articles

Back to top button