স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ :
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা আওয়ামী যুবলীগের একাংশের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলার শ্রীনগর এম রহমান মার্কেটে উপজেলা যুবলীগের বড় একটি একাংশের আয়োজনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহ-সভাপতি স্বপন রায়, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এস,এম মুবাদ,যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন সিকদার সুমন, জুয়েল লস্কর,প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল তালুকদার,বন ও পরিবেশ সম্পাদক হাসেম আলী আমিন,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিন,সদস্য কাজল দাস,জুয়েল,ফরিদ আহম্মেদ তালুকদার ডন।
কোলাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাহার,সিনিঃ সহ-সভাপতি হাসেম হাওলাদার, ভাগ্য কুল ইউনিয়ন সহ-সভাপতি রিয়াজুল ইসলাম লাভলু,বাঘড়া ইউনিয়ন যুবলীগের সদস্য আবু আল নাসের তানজিল,রাঢ়ীখালের সভাপতি উৎপল আহমেদ পল,পাটাভোগের সভাপতি পাপ্পু খান,বীরতারার সভাপতি শেখ ইসলাম,হাসাড়ার সভাপতি ছাব্বির হোসেন নাছিম,তন্তরের সভাপতি মেহেদি হাসান কাকন,সাধারণ সম্পাদক সুমন মল্লিক,শ্যামসিদ্ধির সভাপতি সাব্বির পাঠান,কুকুটিয়া ইউনিয়নের সাবেক সভাপতি হাবিবুর রহমান উজ্জ্বল,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মঈম কমল,শ্রীনগর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হাসান।
এ সময় যুবলীগের বড় একাংশের নেতার তাদের বক্তব্যে বলেন, উপজেলা যুবলীগ কারো বাপ দাদার সম্পত্তি না যে, ব্যক্তি একার স্বার্থে বিজয়ী করার লক্ষ্যে নিজে সিদ্ধান্ত নেওয়া যাবে!সভা শেষে সবাই একাত্মতা প্রকাশ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আঃলীগের সাধারন সম্পাদক মোঃ মসিউর রহমান মামুনকে পূনরায় উপজেলা চেয়ারম্যান বিজয় লক্ষে স্লোগানে স্লোগানে একাংশের সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হয়।
উল্লেখ্য যে, গত কয়েকদিন পূর্বে যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের মনগড়া দেয়া উপজেলার কয়েকটি ইউনিয়নে সভাপতি ও সাধারণ সম্পাদককে উপজেলা সভাপতি তার নিজ বাড়ীতে ডেকে একটি আলোচনা সভার আয়োজন করেন এবং সেখানে আসন্ন শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী এম মাহবুব উল্লাহ কিসমতকে সমর্থন দেন।