Breakingঅপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড় সীমান্তে ভারতীয় মদ ও ঔষধ আটক

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় , খাগড়াছড়ি :
জেলার রামগড় সীমান্তে পৃথক দু’টি অভিযানে দেশে আনার সময় চোরাকারবারিদের দাওয়া করে ভারতীয় মদ ও ঔষধ আটক করেছে রামগড় বিজিবি জোনের সদস্যরা ।

 

১ লা সেপ্টেম্বর ২০২৩ ,শুক্রবার দুপুরে রামগড় ৪৩ বিজিবি-র আওতাধীন রামগড় বিওপির টহল কমান্ডার নায়েব সুবেঃ মোঃ ঠান্ডু মিয়ার নেতৃত্বে টহল দলের পৃথক অভিযানে দারোগাপাড়া নামক স্থান থেকে ৫৪ বোতল ভারতীয় মদ ও ১২৫২ পিচ ভারতীয় বিভিন্ন কোম্পানীর ঔষধ আটক করে ।এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতির টের পেয়ে মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়।

 

বিজিবি সুত্র  জানায়, বর্তমানে জব্দকৃত ঔষুধ সীতাকুণ্ড কাষ্টমর্স অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং মদ পরবর্তীতে ধ্বংশের জন্য ব্যাটালিয়নে জমা করা হয়েছে।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবু বকর ছিদ্দিক সাইমুম জানান, সীমান্ত এলাকায় অবৈধ মাদক-চোরাচালান প্রতিরোধ, অপরাধ কর্মকাণ্ড প্রতিহত করাসহ সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button