Breakingখাগড়াছড়িখেলাধুলাপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ে স্কুল-মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় ,খাগড়াছড়ি  : খাগড়াছড়ির রামগড়ে উপজেলা পর্যায়ে ১২টি ইভেন্টে শেখ কামাল আন্তঃ স্কুল-মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতার সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

 

২৫ জানুয়ারি ২০২৩ বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার ফারুক ও মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. সাদ্দাম হোসেন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোহাম্মদ আবু কাউছার প্রমূখ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button