Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ
রামগড়ে সাজা প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
চেঙ্গী দর্পন প্রতিবেদক , রামগড় (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির রামগড়ে ২ বছর ৬ মাসের সাজা প্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।
শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এসআই মোঃ মুজিবুর রহমান সঙ্গীয় র্ফোসের সহায়তায় ১নং রামগড় ইউনিয়নের নোয়াপাড়া এলাকা থেকে আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
গ্রেফতারকৃত নাম নুর আলম প্রকাশ নুরু মিয়া (৪৫)। সে ঐ এলাকার মো: মোখলেছুর রহমান এর পুত্র। ২০০৯ সালে গরু চুরীর ঘটনার তার বিরুদ্ধে একটি জিআর মামলা হয়। ২০১৮ সালে ঐ মামলায় বিজ্ঞ আদালতের রায়ে সে আড়াই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ছিলো।
রামগড় থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান গ্রেফতারে বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।