চেঙ্গী দর্পন প্রতিবেদক , রামগড় (খাগড়াছড়ি) : রামগড় উপজেলা শিক্ষা কর্মকর্তার সরকারী চাকুরী জীবনে শেষ কর্মদিবসে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিনের সম্মানে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি রামগড় উপজেলা শাখার সভাপতি ও সহকারী শিক্ষক আবুল কাশেম এর সভাপতিত্বে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু ইউছুফ ও উম্রাচিং চৌধুরী, সহ-সভাপতি মো: শাহ আলম, সাধারণ সম্পাদক ও সহকারী শিক্ষক মো. ইয়াকুব, সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু সহ প্রমুখ।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি রামগড় উপজেলা শাখার সহকারী শিক্ষক মো.আলী আকবর আজাদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, প্রাক্তন শিক্ষক সুলতান আহম্মদ। পরে পুস্পমাল্য, বিদায়ী স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদানের মাধ্যমে বিদায়ী কর্মকর্তাকে সংবর্ধিত করা হয়।