রামগড়ে দুই দিন ব্যাপী শুরু হয়েছে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় , খাগড়াছড়ি :
কেউ তৈরি করেছে পরিবেশ বান্ধব তথ্য ও প্রযুক্তি নির্ভর নগরী আবার কেউবা তুলে ধরেছে কল কারখানা ও শহর, রাস্তায় গাড়ির ধোঁয়া সহ বিভিন্ন কারণে পরিবেশ দূষণের চিত্র ও আধুনিক কৃষি ব্যবস্থা। বিজ্ঞান বিষয়ক এ রকম অর্ধ শতাধিক প্রকল্প নিয়ে খাগড়াছড়ির রামগড়ে দুই দিন ব্যাপী শুরু হয়েছে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।
২১ জানুয়ারী ২০২৪ রবিবার সকালে রামগড় বিজয় ভাষ্কার্য প্রাঙ্গনে ২১ ও ২২ জানুয়ারী‘৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ’ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যেগে দুই দিন ব্যাপী এ মেলায় বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রকল্প নিয়ে হাজির হয়েছে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা।
“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” শ্লোগানে মেলায় ১৮টি স্টল দিয়ে এবারের মেলা সাজানো হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকরা এতে অংশ নিয়ে স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত সেবা নিয়ে হাজির হয়েছে।
মেলার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন । প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।
এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কলেজ ও সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বরত শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও দশনার্থীরা উপস্থিত ছিলেন।