Breakingঅপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ে গাজা সহ যুবক আটক

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় ,খাগড়াছড়ি : খাগড়াছড়ির রামগড়ে গাজাসহ এক যুবককে আটক করছে পুলিশ।

মঙ্গলবার ৯ আগষ্ট ২০২২ দিবাগত রাতে রামগড় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মধ্যম বলিপাড়া একটি বালু মহালের সামনের সড়ক হতে মাদক ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন (৩২) নামে ওই যুবককে আটক করা হয়। আটককৃত যুবক রামগড় ইউনিয়নের মধ্যম বলিপাড়া গ্রামের বাসিন্ধা আজাহার মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে রামগড় থানার উপ-পরিদর্শক শামসুল আমিন এর নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় আনোয়ার হোসেন এর কাছে তল্লাশী চালিয়ে দুইশত গ্রাম গাজা পাওয়া যায়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারা হাজতে পাঠানো হয়।

Related Articles

Back to top button