Breakingখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলসারাদেশ
রামগড়ে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃংঙ্খলা সর্বত্র- এ শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে উদযাপন করা হল কমিউনিটি পুলিশিং ডে ২০২২।
শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার সময় থানা পুলিশের আয়োজনে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে এসে শেষ হয়।
পরে রামগড় থানা পুলিশিং কমিটির সভাপতি বাবু মংপ্রু চৌধুরীর সভাপতিত্বে থানা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত ।
থানা পুলিশের উপ-পরিদর্শক শামসুল আমীন এর সঞ্চালনায় সভায় অন্যেদের মধ্য বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর, থানার তদন্ত ওসি রাজিব চন্দ্র কর প্রমুখ।