Breakingপর্যটনপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিশীর্ষ সংবাদসারাদেশ

রাঙ্গামাটির প্রবেশ মুখে বিদেশী পর্যটক সহায়তা কেন্দ্রের উদ্বোধন

চেঙ্গী দর্পন, স্টাফ রিপোর্টার , রাঙ্গামাটি : পার্বত্য জেলা রাঙ্গামাটির প্রবেশ মুখে বিদেশী পর্যটক সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

রবিবার ২ জানুয়ারী ২০২২ রাঙ্গামাটির প্রবেশ মুখ বেতবুনিয়ার রাবার বাগান এলাকায় এ পর্যটক সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান, পিএসসি।

এ সময় রাঙ্গামাটি জোন কমান্ডার লেঃ কর্ণেল বিএম আশিকুর রহমান, পিএসসি, রাঙ্গামাটি রিজিয়নের জিটু আাই মেজর মোঃ নাজমুল হাসান, রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, রাঙ্গামাটি জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়–য়া, বেতবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অংক্যজ চৌধুরী, রাঙ্গামাটি জেলা পরিষদ সরকারের উপসহকারী প্রকৌশলী রিগেন চাকমা, ঠিকাদার কাঞ্চন চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান, পিএসসি বলেন পার্বত্য অঞ্চলের ঘুরতে আসা সকল বিদেশী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর ভুমিকা অপরিসীম। বিদেশি পর্যটকরা রাঙ্গামাটিতে প্রবেশ করার শুরু থেকে পর্যটক সহায়তা কেন্দ্রে ভুমিকা রাখবে। রাঙ্গামাটি জেলা পরিষদ প্রায় ১ কোটি টাকা ব্যায়ে রাঙ্গামাটির প্রবেশ মুখ রাবার বাগান চেক পোষ্ট এলাকায় এ পর্যটক সহায়তা কেন্দ্র নির্মাণ করে।

Related Articles

Back to top button