Breakingচট্টগ্রাম অঞ্চলদুর্ঘটনাসারাদেশ

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় চালক সহ নিহত দুই

চেঙ্গী দর্পন প্রতিবেদক,মিরসরাই , চট্টগ্রাম :
চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝাই একটি মিনি পিকআপ উল্টে ঘটনাস্থলে চালক সহ দুইজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

 

১ জুন,২০২৩ বৃহস্পতিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের সুফিয়া রোড ইউটার্ণ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহতরা হলো, চট্টগ্রামের আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনীর গাড়ি চালক জাহিদ হোসেন (২৫) ও ধানের বেপারী মো. সাজেদ মিয়া (২৪)। তবে আহতের পরিচয় পাওয়া যায়নি।

 

জানা গেছে, বৃহস্পতিবার বিকালে ধান বোঝাই একটি মিনি পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৩-০৫০২) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সাথে গিয়ে ধাক্কা লেগে উল্টে যায়। এতে গাড়ির চালক, চালকের সহকারী ও ধান বেপারী আটকা পড়ে। খবর পেয়ে মিরসরাইয়ের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা এসে তাদের উদ্ধার করে। মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়ির সামনের অংশ গাছের সাথে আটকে যায়। সামনের অংশ কেটে লাশ গুলো উদ্ধার করা হয়।

 

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের এস আই দেলোয়ার হোসেন বলেন, ধান বোঝাই একটি মিনি পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৩-০৫০২) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ঘটনাস্থলে দুইজন নিহত হয় এবং একজন আহত হয়েছে। নিহতদের লাশ এবং দুর্ঘটনা কবলিত মিনি ট্রাকটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button