মানিকছড়িতে সেনা অভিযানে মাদক তৈরির সরঞ্জামাদি ও মাদক সহ আটক ২

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি , খাগড়াছড়ি :
জেলার মানিকছড়ি উপজেলায় বিশেষ অভিযানে মাদক ও মাদক তৈরির সরঞ্জামাদি সহ ২ জনকে আটক করেছে বাংলাদেণ সেনাবাহিনী ।
১৩ অক্টোবর ২০২২ বুধবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে ৩ ফিল্ড রেজিঃ আর্টিঃ সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি সেনা ক্যাম্প হতে লেঃ মোহাম্মদ ফাহিম এহেসানের নেতৃত্বে টহলদল তিনটহরী নামার পাড়ায় গারো সম্প্রদায়ের সনাত শাংমা র ছেলে ফনিসন মারাক (৫২) , আফওয়া দেওয়ানের ছেলে আক্রাই দেওয়ান(৪৮), কে আটক করে। সেখান থেকে চোলাই মদ ৫০ লিটার ও মদ তৈরির সরঞ্জামাদি, ৬০০ গ্রাম গাঁজা, ৫পিছ ইয়াবা ও নগদ টাকা ২.৩৫০ টাকা সহ একটি মোবাইল আটক করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মদ, মদ তৈরির সরঞ্জামাদি, ইয়াবা, গাঁজা, সহ আটককৃতদের মানিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য যে, উক্ত ব্যক্তি নিজ বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে দেশীয় চোলাই মদ তৈরি করে ও গাঁজা/ইয়াবা সেবন এবং বিক্রয় করেন ।
মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে ।