মাটিরাঙ্গায় জৈব সার , চারা উৎপাদন ও সহজ লভ্যতা বিষয়ক সমঝোতা স্বারক স্বাক্ষর
চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি, খাগড়াছড়ি : জেলার মাটিরাঙ্গায় ফল ও ফসল চাষে জৈব সার এবং উচ্চ মূল্যের ফল- ফসলের চারার উৎপাদন ও এর সহজ লভ্যতা বিষয়ক সমঝোতা স্বারক সাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
১৯ অক্টোবর ২০২২ বুধবার সকালে নিরাপদ ফল ও ফসল চাষে জৈব সারের ব্যাবহার ও ফল ফসলের চারা সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ( PKSF) এর সহযোগী সংস্থা ইন্টিগ্রেটেড ডেভালপমেন্ট ফাউন্ডেশন এর সাথে কাজী ফার্মস লিঃ ও সপ্ন বিলাস এগ্রোফার্ম এর সাথে সমঝোতা স্বারক স্বাক্ষর হয়েছে।
সমোঝোতা স্বারকের প্রধান লক্ষ হলো পিকেএসএফ এর Rural microenterprise transformation project ( RMTP) প্রকল্পটি আইডিএফ এর মাধ্যমে খাগড়াছড়ির মাটিরাংগা, রাংগামাটির কাপ্তাই, বান্দরবানের বান্দরবান সদর ও থানচি উপজেলায় ৬ হাজার জন সদস্যকে জৈব সার ও উচ্চ মূল্যের চারা ব্যবহার সম্পর্কে উধ্বুদ্ধকরণ এবং নিরাপদ ফল- ফসল উৎপাদন।
অনুষ্ঠানে আইডিএফ খাগড়াছড়ি জেলার জোনাল ম্যানেজার মোঃ শাহাজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ও উদ্যান তত্ত্ববিদ ওংকার বিশ্বাস।
অন্যান্যদের মধ্যে আবু তাহের কাজী ফার্মস লিমিটেড এর হেড অফ সেল্স ঢাকা, মোঃ খালেদ মাসুদ সপ্ন বিলাস এগ্রোফার্ম এর প্রোপাইটর, আইডিএফ এর মাঠ পর্যায়ের বিভিন্ন মাঠ সহায়ক ও কৃষক কৃষাণী গন উপস্থিত ছিলেন।
পিকেএসএফ এর প্রকল্পটি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ( ইফাদ) এর অর্থায়নে পিকেএসএফ এর মাধ্যমে সমগ্র দেশ ব্যাপি বাস্তবায়িত হচ্ছে।