Breakingসারাদেশ

বাঞ্ছারাম পুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উদযাপন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, বাঞ্ছারামপুর ,ব্রাহ্মণবাড়িয়া : নির্ভুল জন্ম নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

উপজেলা পরিষদের সভা কক্ষে, উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার( ভূমি) কাজী আতিকুর রহমান এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন মডেল থানার ওসি মোঃ নূরে আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা, দরিয়া দৌলত ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান উজ্জ্বল, আইয়ুব পুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, ফরদাবাদ ইউপি চেয়ারম্যান রাশিদুল ইসলাম প্রমুখ।

এ সময় আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, জন প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করতে ২০২১ সালের ৯ আগস্ট মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ৬ অক্টোবরকে ‘ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ’ ঘোষণা করে সরকার। কেউ জন্মগ্রহণ ও মৃত্যুবরণ করলে ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করতে হবে। আইন অনুযায়ী এখন থেকে ইউনিয়ন পর্যায়ে এ নিবন্ধন করা বাধ্যতামূলক।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুসারে ২০৩০ সালের মধ্যে ৮০ ভাগ মানুষকে নিবন্ধনের আওতায় আনার লক্ষ্য বাস্তবায়নে নতুন আইনে সবাইকে জন্ম ও মৃত্যুর দেড় মাসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব,উদ্যোক্তাদের একযোগে কাজ করার আহবান জানান ।

Related Articles

Back to top button