Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

ফটিকছড়িতে প্রসুতির মৃত্যু নিয়ে অভিযুক্ত ক্লিনিক সিলগালা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, ফটিকছড়ি , চট্টগ্রাম :
ফটিকছড়িতে ভূল চিকিৎসায় প্রসুতির মৃত্যুর জন্য অভিযুক্ত উপজেলা সদর বিবির হাটের সেবা ক্লিনিক ও ল্যাব ইনের চূড়ান্ত অনুমোদন না থাকায় সীলগালা করে দিয়েছে প্রশাসন।

 

৫ জুলাই ২০২৩, বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্টেষ্ট এটিএম কামরুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সীলগালা করেন।

 

ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আরেফিন আজিম সহ পুলিশের একটি টীম উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) টিএম কামরুল ইসলাম বলেন চুড়ান্ত অনুমোদনের কাগজপত্র দেখাতে না পারায় বিবির হাটের সেবা ক্লিনিক সীলগালা করে পাঁচ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

 

উল্লেখ্য, ৪ জুলাই ২০২৩  জানাতুল মাওয়া নামে ১৯ বছর বয়সী এক মহিলাকে সন্তান ডেলিভারী করানোর জন্য সেবা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যার দিকে এনেস্থিসিয়ার জন্য পরপর দুইটি ইনজেকশন পুশ করে সংশ্লিষ্ট চিকিৎসক। পরে ঐ মহিলা মৃত্যুবরণ করলে স্বজনরা ভূল চিকিৎসার অভিযোগ তোলেন। পরে উত্তেজিত জনতা ক্লিনিকে ব্যাপক ভাংচুর চালালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Related Articles

Back to top button