পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০-বাতিল করার ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
“পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের অধিকার সম্বলিত আইনে প্রতিষ্ঠিত শত বছরের প্রথা ও রীতিনীতি কার্যকারীতা নস্যাৎ করার চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হোন”।”আমার প্রথা,আমার নীতি ও আমাদের ঐতিহ্য ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০-বাতিল করার ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেছে পার্বত্য ভিক্ষু সংঘ।
১৮ জুলাই ২০২৪ ,বৃহস্পতিবার বিকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন খবংপুড়িয়া আদর্শ বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ নন্দপ্রিয় মহাথের।
মানববন্ধনে বক্তারা বলেন পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০-কে আদালতের কলমের খোঁচায় ডাস্টবিনে ফেলে দেওয়া প্রজ্ঞার পরিচায়ক হতে পারেনা। তাই আমরা পার্বত্য চট্টগ্রাম চুক্তি ১৯৯৭-এর আলোকে পার্বত্য অঞ্চলে প্রতিনিধিত্ব প্রতিষ্ঠান, প্রথাগত প্রতিষ্ঠান ও জনগনের পরামর্শক্রমে সুষম করণ সহ এ অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়ন ও শান্তি পুনঃপ্রতিষ্ঠার প্রক্রিয়াকে এগিয়ে নেয়ার আহ্বান জানানো হয়।
বক্তব্য রাখেন পার্বত্য ভিক্ষু সংঘ খাগড়াছড়ি সদর উপজেলা সভাপতি ভদন্ত তেজবংশ মহাথের,পার্বত্য ভিক্ষু সংঘ’র কেন্দ্রীয় কমিটি’র সাধারণ সম্পাদক লোকমুত্র ভিক্ষু। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন পার্বত্য ভিক্ষু সংঘ’র নেতৃবৃন্দরা।