Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

পানছড়ি সেনা সাব জোনের মশারী বিতরণ

চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি,খাগড়াছড়ি :
জেলার পানছড়িতে বর্ষা মৌসুমে মশার উৎপাতে অনেকেরই ম্যালেরিয়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। দারিদ্র পাহাড়ী বাঙ্গালীদের মাঝে ১৩ আগষ্ট ২০২২ শনিবার সকালে পানছড়ি সাবজোন কর্তৃক ১১৭ পরিবারের মাঝে মশারী বিতরন করা হয়।

মেজর মোঃ জোবায়ের হোসেনের নেতৃত্বে অসহায় দুঃস্থ পাহাড়ি ও বাঙালীদের মাঝে ১১৭ টি মশারী বিতরণ করেন। বিতরণ কালে পানছড়ি সদর ইউনিয়ের ৪ নং ওয়ার্ডের সদস্য মোঃ ইউসুফ সহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button