Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশিক্ষা / চিকিৎসাসারাদেশ

পানছড়িতে শিক্ষার্থীদের নতুন বই বিতরণ শুরু

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি : সারাদেশের ন্যায় খাগড়াছড়ির পানছড়িতে প্রাথমিক ও ম্যাধমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। উপজেলার ৫ টি ইউনিয়নের ৭৯ টি প্রাথমিক বিদ্যালয়, ১১টি মাধ্যমিক ও ২টি মাদ্রাসায় চলছে বই বিতরণ কার্যক্রম।

১ জানুয়ারী ২০২২ শনিবার সকালে উপজেলার পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদরাসায় উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি আব্দুল মোমিন ও পানছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা রুবাইয়া আফরোজ বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়াও প্রতিটি ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় সমুহেও বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকগনের তত্বাবধানে বই বিতরন করা হয়েছে।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ চাকমা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুজিত মিত্র চাকমা, স্ব স্ব ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগন সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ¦সিত।

উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যমতে, উপজেলার ৭৯টি প্রাথমিক,১১টি মাধ্যমিক ও ২টি মাদরাসায় প্রায় ৩০ হাজার শিক্ষার্থী রয়েছে। বই বিতরণের প্রথম দিনেই ২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে নতুন বই তুলে দেওয়া লক্ষে কাজ করা হচ্ছে।

Related Articles

Back to top button