Breakingখাগড়াছড়িজাতীয়পার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি,খাগড়াছড়ি  :
জেলার পানছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ , থানা, রাজনৈতিক-সামজিক, সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হয়।


কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনি, শহিদ মিনারে পুস্পমাল্য অর্পণ, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলেন। উপজেলা মাঠে সকালে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচ কাওয়াজ, শিশু কিশোরদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা- সন্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজের সভাপতিত্বে উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা ,পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.হারুনুর রশিদ, প্রকৌশলী আব্দুল খালেক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সমাপন চাকমা, প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল কবির, যুব উন্নয়ন কর্মকর্তা ঊষা মগ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া ,বীর মুক্তিযোদ্ধাগন ও শহিদ পরিবারের সদস্যগন সহ প্রশাসনিক ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সভায় বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন। বাদ জোহর জাতির শান্তি ও অগ্রগতি এবং মুক্তিযোদ্ধে শহীদের আত্মার শান্তি কামনা করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন করা হয়।

 

এ ছাড়াও উপজেলা আওয়ামীলীগের সভাপতিিআব্দুল মোমিন ও সাধারণ সম্পাদক বিজয় কুমার দেবের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ,শহিদ মিনারে পুস্পমাল্য অর্পণ, দলীয় কার্যালয়ে আলোচনা সভা বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। এসময় আওয়ামীলীগ ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

অপর দিকে উপজেলা বিএনপি- র সভাপতি বেলাল হোসেনের নেতৃত্বে দলীয় অংগসংগঠন নিয়ে শহিদ মিনারে পুস্পমাল্য অর্পণ, দলীয় কার্যালয়ে আলোচনা সভা বিশেষ মোনাজাত করেন। এসময় উপজেলা যুবদল, স্বেচ্ছা সেবকদল, সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন ।

Related Articles

Back to top button