Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতিশীর্ষ সংবাদসারাদেশ

পানছড়িতে বিএনপি-র বিক্ষোভ সমাবেশ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি ,খাগড়াছড়ি : চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ সহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

৫ মার্চ ২০২২ শনিবার সকালে উপজেলা বিএনপির কার্যালয় হতে য্যালী বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার দলীয় কার্যালয়ে সমাবেশ করে দলের নেতাকর্মীরা।

নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের উর্ধগতির প্রতিবাদ সমাবেশে পানছড়ি উপজেলা বিএনপি-র সভাপতি মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জেলা আইন বিষয়ক সম্পাদক এড, বেদারুল ইসলাম , ক্ষুদ্র ঋন ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হেসেন বাবু , পানছড়ি উপজেলা বিএনপি-র সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা সারাদেশে চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ সহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দামের উর্ধ্বগতির প্রতিবাদ জানায় ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি সহ সুস্থ্যতা কামনা করেন।

Related Articles

Back to top button