Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ
পানছড়িতে ঘরপুড়া অসহায়কে সরকারী সহযোগিতা প্রদান
চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি, খাগড়াছড়ি :
জেলার পানছড়িতে আগুনে ঘর পুড়া অসহায় নারীকে ডেউটিন,নগদ অর্থ ও কম্বল বিতরন করা হয়েছে।
৫ মার্চ ২০২৩ রবিবার দুপুরে পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ ইন্দ্র লতা চাকমার হাতে ২ বান্ডিল ডেউটিন , নগদ ৬ হাজার টাকা ও ৪ টি কম্বল তুলে দেন।
ইউএনও রুবাইয়া আফরোজ বলেন, ত্রান ও জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা থেকে অসহায়দের সহযোগিতা চলমান আছে। সরকার সব সময় জরুরী প্রয়োজনে অসহায়দের সহযোগিতা করার জন্য আমাদের প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন।
উল্লেখ্য , গত বৃহস্পতিবার লোগাং ইউনিয়নের দুর্গম সু চন্দ্র কার্বারী পাড়ার বিধবা ইন্দ্রলতা চাকমার বসতঘরটি রান্নাঘরের চুলার আগুনে বসত ঘরটি সম্পুর্ন পুড়ে যায়।