Breakingঅপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

পানছড়িতে ইয়াবাসহ এক যুবক আটক

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি : জেলার পানছড়িতে ২৯ জানুয়ারী ২০২২ শনিবার সন্ধ্যায় পানছড়ি কলেজ গেইট এলাকায় ১৬৯ পিছ ইয়াবা সহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

জানা যায় ,নিয়মিত মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম, এস আই অনিক ,এস আই মুহিউদ্দিন, এস আই নয়ন,এ এস আই মঞ্জুরুল,এ এস আই আসাদ সহ সঙ্গীয় ফোর্স গন জেলার মাটিরাঙ্গা উপজেলার ডাক বাংলা বাজার তাইলাফং এলাাকার মৃত রেদুয়ানুল ইসলাম মিলনের ছেলে মোঃ ইকবাল হোসেন (৩০) কে ১৬৯ পিছ ইয়াবা সহ আটক করে।

আটককৃত ইয়াবা বহনকারী একজন মাদক ব্যবসায়ী বলে জানান। সে বিক্রির উদ্যেশ্যে ইয়াবাগুলোকে পানছড়ি কলেজ গেইট এলাকায় নিয়ে এসেছিলো।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনচারুল করিম জানান, ইয়াবা সহ আটককৃত ইকবাল হোসেনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। রবিবার তাকে আদালতে পাঠানো হবে।

Related Articles

Back to top button