পানছড়িতে সেনা জোনের উদ্যোগে সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
পার্বত্যাঞ্চলে সাম্প্রতিক বিচ্ছিন্ন ঘটনার উপর ভিত্তি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা লক্ষে সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়।
৫ অক্টোবর ২০২৪, শনিবার সাড়ে ১১ টায় মেজর জায়েদ-উর-রহমান অয়ন -এর সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কার্বারী – হেডম্যান, শিক্ষক ও ধর্মীয় নেতাদের নিয়ে সাবজোন মিলনায়তনে সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়।
মেজর জায়েদ-উর-রহমান অয়ন বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গুজবে ও কিছু উশৃঙ্খল লোক বিশৃংখলা সৃষ্টি করে জন মানুষের মাঝে আতংক সৃস্টি করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সব গুজব বেশির ভাগ দ্রুত ছড়িয়ে পরে। এদের প্রতিহত করতে সমাজের সকল শ্রেণীর নেতৃবৃন্ধকে এগিয়ে আসতে হবে। গুজব একটি খারাপ অস্ত্র। বর্তমানে গুজব ছড়ানো লোকের অভাব নাই। কোন ঘটনা সত্য মিথ্যা যাচাই করুন। তারপর তাকে প্রতিহত করুন।সম্প্রীতির সমাবেশে বক্তারা বলেন, কখনো আইন নিজের হাতে তুলে নেবেন না। দীঘিনালা উপজেলার ঘটনা কে কেন্দ্র করে পানছড়ি ফায়ার সার্ভিস স্টেশান ভাংচুর করা, ছোট ছোট ইস্যুকে কেন্দ্র করে রাস্তায় গাছ ও পাথর ফেলে বন্ধ করে রাখায় জন সাধারণের ভোগান্তির কারণ হয় বলে আখ্যায়িত করেন।
পানছড়ি উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের ১০ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সকল ধর্মের বর্ণের লোকজন যাতে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠভাবে পালন করতে পারে, সেদিকে সজাগ থাকতে হবে।
এছাড়াও সমাবেশে সকল মত ও সম্প্রদায়ের সম্প্রীতির সহবস্থানের জন্য ও আগামী দিন গুলোতে যেনে কেউ গুজবে কান না দেন সে লক্ষে পাহাড়ি বাঙালি শান্তি সম্প্রীতি কমিটি গঠন করার প্রস্তাবনা উঠে আসে।
এ সময় অন্যান্যদের মধ্যে ক্যাপ্টেন ফয়সাল আহমেদ, থানা অফিসার্স ইনচার্জ মো: জসিম উদ্দিন, পানছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, বকুল চন্দ্র চাকমা, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, আনন্দ জয় চাকমা, জয় কুমার চাকমা, ভুমিধর রোয়াজা, উপজেলা বিএনপি-র সভাপতি বেলাল হোসেন,জামায়াতে ইসলামি বাংলাদেশ পানছড়ি শাখা সভাপতি জাকির হোসাইন, পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবুল কাশে, চেঙ্গী সারিবালা কলেজের অধ্যক্ষ কিরণ চাকমা, সাবেক জেলা পরিষদ সদস্য সতিশ চাকমা সহ উপজাতীয় কার্বারীগন, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতাগন উপস্থিত ছিলেন।