খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
খাগড়াছড়ির পানছড়িতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

২৪ মার্চ ২০২৫, সোমবার বিকাল পাঁচটা থেকে উপজেলা মডেল মসজিদ হল রুমে উপজেলা সভাপতি মোঃ আবু বকর ছিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হুসাইন এবং বিশেষ অতিথি হিসেবে জেলা সহ-সভাপতি মোঃ মুহসিন সরওয়ার।

এ সময় বক্তরা বিগত রাজনৈতিক সময় এর নির্যাতন ও ত্যাগের কথা তুলে ধরেন। এবং সুন্দর, সুষ্ঠু, দূর্নীতিমুক্ত সমাজ গঠন ও ইসলামি শাসন বাস্তবায়নে ইসলামি আন্দোলন বাংলাদেশ কে সহযোগিতা করতে সকলকে পাশে থাকার আহবান জানান।এ সময় উপজেলা জামায়েত ইসলামীর সভাপতি মোঃ জাকির হোসেন, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা কাউসার আজিজী, যুব আন্দোলনের সভাপতি ডাঃ আশরাফুল ইসলাম, পানছড়ি উপজেলা জামায়াতে ইসলামি-র সেক্রেটারী হাফেজ নুরুজ্জামান, যুব আন্দোলনের উপজেলা সভাপতি হাফেজ মাওলানা নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, প্রেসমিডিয়াকর্মী সহ দুই শতাদিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button