Breakingসারাদেশ

নোয়াখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

স্টাফ রিপোর্টার, নোয়াখালী :
‌‍‍‌’সড়ক আইন মেনে চলি, স্মাট বাংলাদেশ গড়ে তুলি এ স্লোগানে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নোয়াখালীতে ‌‌‌‍‍’জাতীয় নিরাপদ সড়ক দিবস” পালিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নোয়াখালী শাখা দিবসটি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে।

 

২২ অক্টোবর ২০২৩, রবিবার সকালে র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

 

অন্যান্যদের মধ্যে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহীন বিল্লাহ, সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার, বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন, নোয়াখালী প্রেসক্লাবের সহ-সভাপতি মো.মাসুদ পারভেজ প্রমুখ সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

 

আলোচনা সভায় বক্তরা চালকদের স্বাস্থ্য সচেনতায় গুরুত্ব আরোপ করেন। এ ছাড়াও পথচারীদের সড়কে আইন মেনে চলার আহবান জানান।

Related Articles

Back to top button