Breakingঅপরাধশীর্ষ সংবাদসারাদেশ

নাগরপুরে শিশু ধর্ষণকারী কৃষ্ণ দাস গ্রেফতার

চেঙ্গী দর্পন প্রতিবেদক, নাগরপুর, টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুরে ১০ বছরের শিশু ধর্ষণ মামলার অভিযোগে কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গতকাল সোমবার দেলদুয়ার উপজেলার দেউলি গ্রামে আত্মীয় বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার বেকড়া ইউনিয়নের মৃত জিতেন্দ্র চন্দ্র দাসের ছেলে। গ্রেফতারকৃত কে শিশু ও নারী নির্যাতন মামলা দিয়ে ২৬ জুলাই ২০২২ মঙ্গলবার দুপুরে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে কৃষ্ণ দাসের আটকের খবর পেয়ে এলাকাবাসী ও ব্যবসায়ীরা বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই মো. জাহাঙ্গীর আলম বলেন, মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ও মোবাইল ট্যাকিং এর মাধ্যমে দেলুদুয়ার উপজেলার দেউলী গ্রাম থেকে ধর্ষণকারী কৃষ্ণ দাসকে আটক হয়।

নাগরপুর থানার অফিসার ইনর্চাজ ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা দিয়ে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, গত শুক্রবার দুপুরে কৃষ্ণ দাস উপজেলার বেকড়া ভোর বাজারে নিজ দোকানে শিশুটি কে ধর্ষন করে।

Related Articles

Check Also
Close
Back to top button