
চেঙ্গী দর্পন প্রতিবেদক, নাগরপুর (টাঙ্গাইল) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও দুস্থ পরিবারের মধ্যে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচীর আওতায় টাঙ্গাইলের নাগরপুরের দপ্তিয়ার ইউনিয়নে নগদ টাকা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে দুর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তর এর সার্বিক সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার দপ্তিয়ার ইউনিয়নে এ ভিজিএফ বিতরন করা হয়। দপ্তিয়ার ইউনিয়নের চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকীর সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমান, মো. শাহ আলম সিদ্দিকী, সচিব মো, জহিরুল ইসলাম জুয়েল। এ সময় ওই ইউনিয়নের ১ হাজার ৪ শত ৩০ জন পরিবারকে নগদ ৪৫০ টাকা করে দেওয়া হয়।