Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

জুলাইয়ের আত্মত্যাগ স্মরণে নতুন মাইলফলক

জুলাইয়ের আত্মত্যাগ স্মরণে নতুন মাইলফলক

 স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
“জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫”-এর অংশ হিসেবে খাগড়াছড়িতে ইতিহাসগর্ভ এক অধ্যায়ের সূচনা হলো সোমবার (১৪ জুলাই)। খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে নির্মিত হতে যাচ্ছে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ, যা শহিদদের আত্মত্যাগের অমর সাক্ষ্য হয়ে উঠবে আগামী প্রজন্মের জন্য।

 

উজ্জ্বল সূর্যভাসে আয়োজিত এই গৌরবময় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি বলেন, “জুলাই শহিদরা নিছকই সংখ্যা নয়, তারা আমাদের বিবেক ও বোধের প্রহরী। এই স্মৃতিস্তম্ভ হবে তাদের চেতনার স্থায়ী ঠিকানা।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম ও রুমানা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়।

 

বিশেষভাবে চোখে পড়েছে বৈষম্য বিরোধী আন্দোলন ও ছাত্র সংগঠনের সক্রিয় অংশগ্রহণ। উপস্থিত ছিলেন আন্দোলনের অন্যতম প্রতিনিধি জাহিদ হাসান, সংগঠক রাকিব মনি ইফতিসহ অনেকেই।

 

এই স্মৃতিস্তম্ভ শুধু একটি কাঠামো নয়, বরং এটি হবে নিরাপদ সমাজ, সাম্য ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতীক।

 

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, স্মৃতিস্তম্ভটি একদিকে যেমন শহিদদের প্রতি শ্রদ্ধার নিদর্শন হবে, তেমনি সমাজে সচেতনতা ও মূল্যবোধ জাগরণেরও অনুঘটক হিসেবে কাজ করবে।

 

খাগড়াছড়ির ইতিহাসে এদিনটি নতুন করে লেখা হলো এক আবেগঘন, সংগ্রামী ভাষ্যে। জুলাই শহিদদের আত্মদান স্মরণে শ্রদ্ধা আর প্রেরণার স্থায়ী স্তম্ভ গড়ে উঠুক পাহাড়ের বুকে,এই প্রত্যাশা সকলের।

Related Articles

Back to top button