চট্টগ্রামে অবরোধের নৈরাজ্য ঠেকাতে আওয়ামীলীগের সতর্ক অবস্থান
চট্টগ্রাম :
বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে নগরে মিছিল ও টায়ার জ্বালিয়ে পিকেটিং করেছে দলীয় সমর্থকরা। এসময় গাড়িতে হামলা ও পাথর ছুঁড়ে মারার ঘটনা ঘটে।
৮ নভেম্বর ২০২৩ , বুধবার ভোর থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার এই অবরোধ শেষ হবে শুক্রবার ভোর ৬টায়। এদিকে অবরোধে বিএনপি-জামায়াত যাতে চট্টগ্রামে কোনও নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য নগরীর ১৭টি পয়েন্টের পাশপাশি প্রতিটি ওয়ার্ডে সতর্ক পাহারা দিচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
অবরোধের মধ্যেও নগরে যান চলাচল স্বাভাবিক ছিল। ট্রেন চালাচলেও কোন ধরনের বিঘ্ন ঘটেনি। অবশ্য দূরপাল্লার যান চলাচল বন্ধ ছিল। নগরের বিভিন্ন মোড়ে পুলিশ সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) স্পিনা রানী প্রামাণিক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বুধবার নগরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সকাল সাতটার দিকে টাইগার পাস থেকে পাহাড়তলী যাওয়ার পথে যাত্রীবাহী একটি টেম্পোতে পাথর ছুঁড়ে মারা হয়। এতে টেম্পোর সামনের কাঁচ ভেঙে যায়। পরে সড়কে টায়ার জ্বালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে যাওয়ার আগেই অবরোধকারীরা পালিয়ে যায়। খুলশী থানার ওসি রুবেল হাওলাদার বলেন, একটি টেম্পোতে পাথর ছুঁড়ে মারেন অবরোধকারীরা। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
নগর বিএনপি নেতা মো. ইদ্রিস আলী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, অবরোধের প্রথম দিনে বুধবার নগরীর পাহাড়তলী পুলিশ বিট রেল গেইট এলাকায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক মো. সাইফুল আলম ও মহানগর যুবদলের সহ-সভাপতি ফজলুল হক সুমনের নেতৃত্বে যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল ও টায়ার জ্বালিয়ে পিকেটিং করে। এছাড়া অবরোধের সমর্থনে নগরের পূর্ব নাসিরাবাদ এলাকায় সকালে ঝটিকা মিছিল বের করা হয়। নগর বিএনপির যুগ্ম আহবায়ক শাহ আলমের নেতৃত্বে মিছিলে নেতা-কর্মীরা যোগ দেন। ডবল মুরিং, বাকলিয়া এলাকায়ও ঝটিকা মিছিল করেন দলীয় নেতা-কর্মীরা। এদিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের লালিয়ার হাট এলাকায় অবরোধের সমর্থনে হাটহাজারী উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছা সেবক দল ও ছাত্রদল মিছিল করে। সীতাকুন্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নে মগপুকুর এলাকায় সকাল আটটার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেন। উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী সেলিম উদ্দিনের নেতৃত্বে এই ঝটিকা মিছিল বের করা হয়।
অন্যদিকে বিএনপি-জামায়াতের ডাকা দেশজুড়ে ৪৮ ঘণ্টার অবরোধে চট্টগ্রাম নগরে প্রতিদিনই সড়কে অবস্থান নিচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
৮ নভেম্বর ২০২৩ , বুধবার সকাল থেকে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টসহ প্রতিটি ওয়ার্ড ও থানায় অবস্থান নেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকালে নগরের বহদ্দারহাট মোড়ে চান্দগাঁও থানা আওয়ামী লীগের নেতারা অবস্থান নেন। সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ ও নগর আওয়ামী লীগের সিনিয়র নেতারা। এছাড়াও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগও অবরোধের প্রতিবাদে রাজপথে অবস্থান নিয়েছে। সকাল থেকে বিএনপির সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে নগরের অক্সিজেন, আগ্রাবাদ, পতেঙ্গা, হালিশহর, মুরাদপুর, জিইসি, চকবাজার, নতুন ব্রিজসহ বিভিন্ন স্থানে অবস্থান ও অবরোধবিরোধী মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। নগরের দেওয়ানহাট ও আগ্রাবাদ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন আওয়ামী লীগের স্থানীয় সাংগঠনিক ওয়ার্ডের নেতা-কর্মীরা।
চট্টগ্রাম নগর যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলমগীর টিপু বলেন, নগরের ১৭টি পয়েন্টে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছে। বিএনপি-জামায়াত যাতে চট্টগ্রামে কোনও নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য প্রতিটি ওয়ার্ডে সতর্ক পাহারা দিচ্ছে নেতা-কর্মীরা।