গুইমারাতে কাঠ বোঝাই ট্রাক উল্টে নিহত ২ আহত ৮
চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি ,খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার তৈকর্মাতে কাঠ বোঝাই ট্রাক উল্টে নিহত দুই এবং আহত হয়েছে আট জন ।
মঙ্গলবার(২৩ আগস্ট) সকাল সাড়ে ছয়টায় জালিয়াপাড়া -মহালছড়ি সড়কের তৈকর্মা এলাকায় কাঠবোঝাই ট্রাক( ঢাকামেট্রো – ট ২৪-০৩৩১) নিযন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়ির উপরে থাকা কাঠশ্রমিকেরা কাঠের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ২ জন শ্রমিক নিহত ও ৮ জন আহত হয়।
দুর্ঘটনার সাথে সাথে এলাকাবাসী নিহত ও আহতদের উদ্দার করে মানিকছড়ি হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন, মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার আলতাফ হোসেনের ছেলে রাজু( ৩৫),আঃ কাদেরের ছেলে মোঃ ইলিয়াস (৩৬)।
২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অন্যদের মানিকছড়ি হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানাগেছে।আহত শ্রমিকেরা হলেন মো.আমিন(৫২) আবু ছালেহ (৩৬) ,মোঃ শাহজ্জামান(৪৮), মোঃ ইউছুফ ( ৪২), ছাদ্দাম হোমেন(৩০)। তবে নিহত এবং আহত সবাই মানিকছড়ি উপজেলার ১ নং ইউনিয়ন পরিষদের গচ্ছাবিল এলাকার বাসিন্দা।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।