Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

গণতন্ত্র ধ্বংস হোক সেটা দেশের মানুষ চাই না ;পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক , খাগড়াছড়ি :
খাগড়াছড়ি পৌরসভা’র উদ্যোগে নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প’র নগর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

১৮ জানুয়ারী ২০২৪,বৃহস্পতিবার দুপুরে পৌরসভা’র সম্মেলন কক্ষে এ নগর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। পৌরভার মেয়র নির্মলেন্দু চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

 

সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌরসভা’র নির্বাহী কর্মকর্তা পারভীন আক্তার খন্দকার। পরে প্রধান অতিথি’র বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী বলেন,গণতন্ত্র ধ্বংস হোক সেটা দেশের মানুষ চাই না। মানুষ এদেশের গণতন্ত্রকে বিশ্বাস করেন বলে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে জননেত্রী শেখ হাসিনা-কে পুনরায় ক্ষমতার আসনে বসিয়েছে এবং এদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে বলে মন্তব্য করেন তিনি।

 

পরে পৌর বাস টার্মিনালসহ পৌরসভার বিভিন্ন ধরনের উন্নয়মূলক কাজের গতি বাড়ানোর জন্য যা যা করার প্রয়োজন পরিকল্পনা অনুযায়ী করার আশ্বাস দেন তিনি।

 

এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শানে আলম,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি সুদর্শন দত্ত, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা, সিনিয়র সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য্য সহ পৌরসভা’র অন্যান্য কর্মকর্তা ও নগর সমন্বয় কমিটি’র সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button