Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়ি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বিজয়ের সুবর্ণ জয়ন্তীর আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন, স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : খাগড়াছড়ি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বৃহস্পতিবার বিকালে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবসে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টি এবং বিজয়ের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।


প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য , অধক্ষ্য কাজি শফিক বলেন,ইসলাম শান্তি ও সহিষ্ণুতার ধর্ম, ইসলাম সব সময় জঙ্গিবাদ বিরোধী শান্তির শিক্ষা দেয়। একটি চক্র, ইসলামকে কলঙ্কিত করতে, ইসলামের নামে জঙ্গিবাদের তোকমা লেপন করতে, চক্রান্ত ও মিথ্যাচার চালিয়ে যাচ্ছে।


অনুষ্ঠানে,সভাপতিত্ব করেন,খাগড়াছড়ি ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মনজুরুল আলম মজুমদার। খাগড়াছড়ি ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার, মোঃ হাবীবুর রহমান,ইসলামিক ফাউন্ডেশন খাগড়াছড়ি সদর ফিল্ড সুপার ভাইজার,মোঃ আশরাফ উল্লাহ, প্রমুখ।

এছাড়াও জেলার পানছড়ি,দীঘিনালা,রামগড়,মাটিরাঙ্গা,মানিকছড়ি সহ সকল উপজেলায় ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Related Articles

Back to top button