Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়ি জোন কর্তৃক পানছড়িতে অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ

পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি :
গত কয়েকদিনের প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্থ পানছড়ি উপজেলার অসহায় ও দুঃস্থ পরিবারগুলোর পাশে সহযোগিতার হাত বাড়ায় বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে খাগড়াছড়ি জোনের অন্তর্গত পানছড়ি সাব জোন এলাকার ক্ষতিগ্রস্থদের এ সুবিধার আওতায় আনা হয়।

 

১১ আগষ্ট ২০২৩ ,শুক্রবার সকালে পানছড়ি সাব জোনে অসহায় ও দুঃস্থ পরিবারগুলোর হাতে সহায়তা তুলে দেন পানছড়ি সাব জোন কমান্ডার মেজর জোবায়ের মাহমুদ ।

 

এ সময় সহায়তা নিতে আসা খান্দুরী সাঁওতাল, কল্পরঞ্জন ত্রিপুরা, লাবেচাই মারমা, তারা প্রসন্ন চাকমা, মুসলিম উদ্দিন ও নায়ের আলীরা সহায়তা পেয়ে খুব খুশী। সকলেই সেনাবাহিনীর এই মহতী উদ্দ্যেগের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পানছড়ি সাব জোন কমান্ডার মেজর জোবায়ের মাহমুদ বলেন, দেশ মাতৃকার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত । পার্বত্যাঞ্চলের সকল দুযোগ মোকাবেলায় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এধরণের মহতী উদ্দ্যোগ চলমান থাকবে।

Related Articles

Back to top button