Breakingখাগড়াছড়িখেলাধুলাপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
এসো দেশ বদলাই ,পৃথিবী বদলাই শ্লোগানে খাগড়াছড়িতে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সপ্তাহব্যাপি প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর টেস্ট খেলা শুরু হয়েছে।

 

২৭ জানুয়ারি ২০২৫ ,সোমবার সকালে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে সপ্তাহব্যাপি ন্যাশনাল স্কুল টেস্ট ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ এবং এতে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ।

 

সপ্তাহ ব্যাপি ন্যাশনাল স্কুল টেস্ট ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিচ্ছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়,খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্কুলে খেলোয়াড়রা। এ টুর্নামেন্টে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪টি দল অংশ নিচ্ছেন। টুর্নামেন্ট টি চলবে ২৭ জানুয়ারি থেকে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

 

উদ্বোধনকালে ক্রীড়া সংগঠক নজরুল ইসলাম সহ অন্যান্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button