Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চল

খাগড়াছড়িতে ইউপিডিএফের অবরোধে পুলিশ সেনাবাহিনীর প্রহরায় গাড়ির বহর পারাপার

এ্যাম্বুলেন্স ভাঙ্গচুর

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
গত ১১ ডিসেম্বর রাতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী হামলায় ৪ ইউপিডিএফ কর্মী হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবীতে সোমবার সকাল-সন্ধ্যা খাগড়াছড়ি জেলায় অবরোধ পালন করেছে ইউপিডিএফ ।

 

 

গত রাতেই যানচলাচলে বিঘ্ন ঘটাতে পানছড়ি -খাগড়াছড়ি রাস্তার পাশের গাছ কেটে ব্যারিকেট দেওয়া হয় । বিকালে মুমুর্ষ রোগী সদর হাসপাতালে রেখে আসার পথে ভাইবোন ছড়া এলাকায় পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  এ্যাম্বুলেন্সে ইট মেরে গাড়ির সাইডের ও পিছনের গ্লাস ভেঙ্গে দেয় অবরোধকারী পিকেটাররা। খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের মানিকছড়ি উপজেলায় একাধিক স্থানে পিকেটিং ছাড়াও সিএনজি অটোরিকশায় আগুন ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতকারীরা । যানচলাচল স্বাভাবিক রাখতে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তায় গাড়ীর বহর পারাপার করা হয়েছে।

 

সকালে জেলার পানছড়ি , দিঘীনালা ,মানিকছড়ি উপজেলায় সড়কে টায়ারে আগুন দিয়ে পিকেটিং করেছে ইউপিডিএফ কর্মীরা। এ সময় একটি সিএনজি অটোরিকশায় আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তেরা। পানছড়িতে কোন যানবাহন চলাচল না করলেও , জেলার প্রবেশদ্বার মানিকছড়ির নয়া বাজার,আমতলা ও হাতিমুড়া এলাকায় গাড়ীর বহর থেমে যায় । পরে থেমে থেমে পুলিশ, সেনাবাহিনী টহলে গাড়ি পারাপারের ব্যবস্থাসহ নিরাপত্তা জোরদার করে পুলিশ ও সেনাবাহিনী।

 

মানিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. আজগর হোসেন বলেন, ইউপিডিএফের আহূত অবরোধে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনী নিরাপত্তা জোরদার করায় ছোটখাটো বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ছাড়া অপ্রীতিকর কোন ঘটনা ছাড়াই অবরোধ শেষ হয়েছে।

Related Articles

Back to top button