Breakingচট্টগ্রাম অঞ্চলজাতীয়শীর্ষ সংবাদসারাদেশ

কর্ণফুলীতে বঙ্গবন্ধুর জন্মদিনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

চেঙ্গী দর্পন প্রতিবেদক,আনােয়ারা ,চট্টগ্রাম : কর্ণফুলীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

বৃহস্পতিবার ১৭মার্চ ২০২২ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও উপজেলা যুবলীগ নেতা নুরুল হক চৌধুরীের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।

অনুষ্ঠানে কর্নফুলী উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ সেলিম,যুগ্ন-সাধারণ সম্পাদক ও ব্লাড ব্যাংকের উপদেষ্টা হারুনুর রশিদ পাঠোয়ারী, সদস্য সেকান্দর বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্ণফুলী উপজেলা ব্লাড ব্যাংক এর সার্বিক সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ে উপস্থিত ছিলো প্রতিষ্ঠাতা এডমিন মিজানুর রহমান তালুকদার, প্রতিষ্ঠাতা সদস্য শহিদুল ইসলাম বাদশা, মুহাম্মদ ইসহাক, সালাউদ্দিন সুমন,সদস্য মুহাম্মদ বিন তারেক, সালেহীন, ফারজানা, হাসান, মিজান, শাহিন,অপিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে উপজেলা জুলধা পাইপের গোড়া বাজারে প্রায় ৪০০শতাধিক সাধারণ মানুষের মাঝে সেবা প্রদান করা হয়। পরে স্থানীয় মসজিদে দোয়া মাহফিলে ও মোনাজাত করা হয়।

সন্ধ্যায় জুলধা ইউনিয়ন যুবলীগের সর্বস্তরের কর্মীদের নিয়ে জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Related Articles

Back to top button