আখাউড়ায় ব্যবসায়ীর মামলায় পৌর কাউন্সিলর আটক
চেঙ্গী দর্পন প্রতিবেদক, আখাউড়া , ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যবসায়ীর দেয়া মামলায় ৬নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর ইব্রাহিম মিয়া সুজন (৩০) কে আটক করেছে র্যাব ও পুলিশের যৌথ টিম।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় শহরের রাধানগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, পৌর শহরের নারায়নপুরের বাসিন্দা তোফাজ্জল হোসেন বুধবার দুপুরে সড়ক বাজারে তার দোকানের নির্মাণ কাজ করাচ্ছিলেন। এ সময় কাউন্সিলর সুজন মিয়া তাকে কাজ করতে বাধা দেয়। এ নিয়ে কথাকাটির এক পর্যায়ে কাউন্সিলর সুজন মিয়া ও তার সহযোগিরা তোফাজ্জলকে মারধর শুরু করে। এক পর্যায়ে হামলাকারীরা তোফাজ্জল হোসেনের পিঠে ছুরিকাঘাত করে। এতে তার পীঠে জখম হয়।
খবর পেয়ে পরিবারের লোকজন এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে তাকে ভর্তি করে।
খোঁজ নিয়ে জানা গেছে, তোফাজ্জল হোসেনের সাথে দোকানের সীমানা নিয়ে খালাজুরা গ্রামের আব্দুল আজিজ মিয়ার সাথে বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে এ মারধরের ঘটনা ঘটায়।
এ ব্যপারে আখাউড়া থানার ওসি মোঃ আসাদুল ইসলাম বলেন, আটক সুজন মিয়াকে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদেরকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।