Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

আখাউড়ায় জাতীয় মৎস্য সপ্তাহে বর্নাঢ্য শোভাযাত্রা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, আখাউড়া , ব্রাহ্মণবাড়িয়া :
” নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ” এ শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িার আখাউড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২৫ জুলাই, মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চলনায়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নিরুপমা ভৌমিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মুসলেহ উদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা আবু ইউসুফ নূরুল্লাহ প্রমুখ সহ উপজেলার সকল মৎস্য চাষি সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন।

 

 

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌরসভা প্রদক্ষিণ করে। পরে পরিষদ চত্বরের একটি পুকুরে ১০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।

Related Articles

Back to top button