অপহৃত কাদেরের উদ্ধারের দাবীতে বিক্ষোভ -প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান
চেঙ্গী দর্পন প্রতিবেদক,মানিকছড়ি ,খাগড়াছড়ি :খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার খাড়িছড়া এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী মো. আবদুল কাদের এক পক্ষকাল সময় পেরিয়ে গেলেও এখনো তাকে মুক্তি না দেওয়া এবং পাহাড়ে সকল সশস্ত্র সন্ত্রাসীর গোষ্টিকে আইনের আওতায় আনার দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
২০ এপ্রিল বুধবার দুপুরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মহামুনি বাস স্টেশান থেকে নাগরিক পরিষদ, ছাত্র পরিষদ, ব্যবসায়ী ও সাধারণ মানুষের উপস্থিতিতে বিশাল বিক্ষোভ মিছিল আমতলা এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা নাগরিক পরিষদের সহ-সভাপতি মো. মোকতাদের হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি কাজী মো. মজিবুর রহমান, জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু’র অসাম্প্রদায়িক সোনার বাংলাকে আজ পাহাড়ীরা সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চায়। এখানকার নিরীহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠিকে খ্রিষ্ঠানধর্মে ধর্মান্তরিত করে ইহুদি রাষ্ট্র বানাতে চায়। এখানকার সাধারণ ও শান্তিপ্রিয় জনগোষ্ঠীকে পাহাড়ী সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্রেরমুখে গুম,খুন,অপহরণ ও চাঁদাবাজি করে আধুনিক অস্ত্র-শস্ত্রে আজ তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। যা আর হতে দেওয়া যাবে না। এখন থেকে ওই সন্ত্রাসীদের সকল অপকর্মের বিরুদ্ধে দুর্বার আন্দালন গড়ে তুলতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কাদেরকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের কথা বলেন।