Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে ১ লাখ ৮ হাজার ১’শ ১৬জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে

 

৭ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়’র সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের।

 

এ সময় জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মেমং মারমা’র সঞ্চালনায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের বলেন, সারাদেশের মতো খাগড়াছড়িতেও আগামী ১২ ডিসেম্বর রোজ৷ মঙ্গলবার ইপিআই কেন্দ্রগুলোতে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ বছর খাগড়াছড়িতে মোট ১লাখ ৮ হাজার ১’শ১৬জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে।

 

এ সভায় উপস্থিত ছিলেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, প্রেস ক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জীতেন বড়ুয়া, প্রেস ক্লাবের সহ-সভাপতি জহুরুল আলম, সাধারণ সম্পাদক আবু তাহের মোহাম্মদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button