Breakingঅপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

পানছড়িতে বিজিবি-র কাঠ ও কম্বল আটক

চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি,খাগড়াছড়ি : জেলার পানছড়ি উপজেলার লোগাং বিজিবি জোন কর্তৃক সেগুন কাঠ ও ভারতীয় কম্বল আটকের খবর পাওয়া গিয়াছে।

বিজিবি র বরাতে জানা যায় ,লোগাং ০৩ বিজিবি জোনের সিআইও ক্যাম্প বিওপি-র নায়েব সুবেদার আলাউদ্দিন এর নেতৃত্বে সিমান্ত টহল দল জিতেন্দ্র কারবারি পাড়া এলাকায় পাচারের উদ্যেশ্যে রাখা পাকা পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন সাইজের ৪৭৩.১২ ঘনফুট সেগুন কাঠ আটক করেন। ২৫ ডিসেম্বর শনিবার জোন হেড কোয়ার্টারে জব্দকৃত কাঠগুলো আনা হয়েছে। বিজিবি কর্তৃক বন বিভাগের কাছেে আটককৃত কাঠ সমুহ হস্তান্তর করা হবে।

অপরদিকে একই দিনে ২৫ ডিসেম্বর দুপুরে লোগাং সিআইও ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আলাউদ্দিন এর নেতৃত্বে টহলের সময় তারাবন ছড়া এলাকায় বিজিবি টহল দল দেখে অবৈধ ভারতীয় কারবারি ৩০ পিস কম্বল রেখে পালিয়ে যায়। বিজিবি তা উদ্ধার করে সদর ব্যাটালিয়নে কাস্টম অফিসে জমা করেন।।

Related Articles

Back to top button