Breakingঅপরাধসারাদেশ

নোয়াখালীতে শিশু বলাৎকারের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

চেঙ্গী দর্পন প্রতিবেদক, নোয়াখালী : নোয়াখালীর চাটখিল উপজেলায় ফল দোকানে শিশু শ্রমিককে (১৩) বলাৎকারের অভিযোগ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনি বার (১০ এপ্রিল) বিকালে আটক আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


গ্রেপ্তারকৃত আসামিরা হলো, লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার নূর খাঁ গ্রামের নুরুল হকের বাড়ির মো.জামালের ছেলে মো.রাব্বি (১৯), সদর উপজেলার ১৯নং চরমটুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সূর্য নারায়ণবহর গ্রামের আমিন হাজী বাড়ির মো.আবদুল্লার ছেলে মো.দিদার হোসেন (২৮), লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার নূর খাঁ গ্রামের ইব্রাহীমের বাড়ির মো.ইব্রাহীমের ছেলে মো. সুমন (২৬)।


মৌখিকভাবে অভিযোগ পেয়ে শুক্রবার দিবাগত রাতে পুলিশ উপজেলার চাটখিল বাজারে অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ আসামিকে আটক করে। এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে শনিবার সকাল সাড়ে ৮টায় নারী ও শিশু নির্যাতন আইনে চাটখিল থানায় মামলা দায়ের করেন।


মামলার এজহার সূত্রে জানাযায়, শিশুটি চাটখিল বাজারে একটি ফলের দোকানে চাকরির সুবাদে তিন আসামিসহ একটি ভাড়া বাসায় থাকতো। সেখানে আসামিরা দীর্ঘদিন থেকে বেশ কয়েকবার শিশুটিকে বলাৎকার করে আসছে। এ ঘটনা কাউকে না জানাতে শিশু টিকে হুমকিও দেয়া হয়।


চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। শুক্রবার সন্ধ্যার দিকে এ বিষয়ে প্রথমে পুলিশকে মৌখিকভাবে অভিযোগ দিলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে আটক করে। পরে তাদেরকে শিশুর বাবার দেয়া এজহারভুক্ত আসামি দেখিয়ে আদালতে পাঠালে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করে।

Related Articles

Back to top button