Breakingসারাদেশ

তাড়াইলের কৃতি সন্তান আনোয়ার হোসেন চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি

চেঙ্গী দর্পন প্রতিবেদক,,তাড়াইল (কিশোরগঞ্জ) :  কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কৃতি সন্তান মো.আনোয়ার হোসেন বিপিএম ( বার) পিপিএম ( বার)কে চট্রগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জানা গেছে,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এর পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার) কে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে। গত ৩১ শে আগস্ট সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি/পদায়নের আদেশ জারি করা হয়।

বর্তমানে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)’র কমিশনার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। ২০১৯ সালের ৯ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার হিসেবে মো. আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার) যোগদান করেন। এর আগে তিনি পুলিশ অধিদপ্তরে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে কর্মরত ছিলেন।

মো. আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার) কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের দেওয়াটি গ্রামের কৃতি সন্তান। তাঁর পিতা আলহাজ্ব মোঃ আশরাফ হোসেন মঞ্জু মিয়া।

মো. আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার) বিসিএস পুলিশ ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জনকারী মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার) জাতিসংঘ মিশনসহ বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

Related Articles

Back to top button