Breakingঅপরাধসারাদেশ

আনোয়ারায় ১৩ শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

চেঙ্গী দর্পন প্রতিবেদক ,আনোয়ারা :   চট্টগ্রামের আনোয়ারায় রেস্টুরেন্টে বসে ইয়াবা বিক্রির সময় ১৩ শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের একটি রেস্টুরেন্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কর্ণফুলী উপজেলার শিকলবাহা চুন্নার বর বাড়ির ইউসুফের ছেলে আবুল কালাম (২৪) ও একই এলাকার মৃত নুর আহম্মদের ছেলে দিদার (৩৫) কে গ্রেপ্তার করে পুলিশ।

এসময় তাদের দেহ তল্লাশী করে ১৩ শ পিস ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক মূল্যে ৩ লক্ষ ৯০ হাজার টাকা। কক্সবাজারের টেকনাফ থেকে কম মূল্যে এনে বিক্রয়ের জন্য তাদের হেফজতে রাখে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে গ্রেপ্তারকৃতরা। বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা থানার উপ পুলিশ পরির্দশক আবুল ফয়েজ জুয়েল।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন, ইয়াবাসহ গ্রেপ্তারকৃতদের মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button