পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সম্মেলন-২০২৩ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর ২০২৩, শনিবার খাগড়াছড়ি সদরস্থ অফিসার্স ক্লাব মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আসাদ উল্লাহ এর সভাপতিত্বে কেন্দ্রীয় সম্মেলন-২০২৩ কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতাউর রহমান উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন,“শিক্ষা, সংগ্রাম, মুক্তির পতাকাবাহী ৩ পার্বত্য জেলার ছাত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের সকল সহযোগিতায় আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে সব সময় পাশে থাকব। চাকরি, শিক্ষা, কোটা সহ ৩ পার্বত্য জেলার সকল বাঙ্গালী বৈষম্যের স্বীকার, এর বিরুদ্ধে শীঘ্রই রাজপথে আন্দোলনে যাব ।
বক্তারা আরো বলেন, আমরাই একমাত্র ছাত্র সংগঠন যারা এসকল মৌলিক অধিকার আদায় ও অনিয়মের বিরুদ্ধে সবসময় সম্মিলিত প্রতিবাদ জানিয়ে আসছি। আপনাদের সহযোগিতায় আরো দূর এগিয়ে যেতে চাই এবং পার্বত্য চট্টগ্রামের সকল বৈষম্যের বিরুদ্ধে এবং বাঙ্গালী শিক্ষার্থীদের সাথে নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে চাই।
এ সময় অন্যন্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মোঃ মুজিবুর রহমান , সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ আবু তাহের, সহ-সভাপতি শেখ আহমেদ রাজু, আব্দুল হামিদ রানা, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুজ্জামান ডালিম,অর্থ সম্পাদক মোঃ লোকমান হোসাইন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সহ পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সম্মেলন-২০২৩ উপলক্ষে প্রতিদ্বন্দ্বিতা কারী প্রার্থী না থাকায় সিলেকশনে সভাপতি হিসেবে শাহাদাত হোসেন কায়েস,সাধারণ সম্পাদক হাবিব আজম, সাংগঠনিক রাসেল মাহমুদ,সহ-সভাপতি-আসিফ ইকবাল,আল আমিন,যুগ্ন সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম ও হাবিব আলম কে নির্বাচিত করে ০৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।