Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ে অ্যাম্বুলেন্সে মদ, আটক ২

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় , খাগড়াছড়ি :
খাগড়াছড়ির রামগড়ে অ্যাম্বুলেন্সের ভিতরে ড্রামে করে প্রচার হচ্ছিল মদ। চেকপোষ্টে তাল্লাশি কালে অ্যাম্বুলেন্সের চালক ও রোগী বেশে থাকা দুই মাদক ব্যবসায়ীকে অ্যাম্বুলেন্সটি সহ থানায় নিয়ে আসে পুলিশ।

 

মঙ্গলবার (৭ নভেম্বর) রামগড় ১২টার দিকে রামগড় পৌরসভার সোনাইপুল ফরেনার্স চেকপোষ্টের সামনে পাকা রাস্তার উপর তল্লাশি কালে ১২৫ লিটার চোলাই মদ সহ দুই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, খাগড়াছড়ি পৌরসভার মোল্লাপাড়া এলাকার মো: বেলাল হোসেন এর ছেলে মোঃ ইমন হোসেন হৃদয় (২১) ও খাগড়ছড়ি পৌরসভার শালবন আটার পরিবার হুমায়ুন কবিরের ছেলে মোঃ ফরিদুল ইসলাম মেহেদী (২৫)।

পুলিশ জানায়, অ্যাম্বুলেন্সটি খাগড়াছড়ি থেকে বারইয়ারহাট যাচ্ছিল। গাড়িতে অসুস্থতার ভান করে এক রোগী শুয়ে থাকতে দেখা যায় । তল্লাশিকালে গাড়ির পিচনে তিন ড্রাম মদ পাওয়া গেলে (চট্টমেট্রো–০২ -১৪১৩) নাম্বারের গাড়িটি সহ চালক ও ছদ্মবেশী রোগীকে মদ সহ গ্রেফতার করা হয়।

 

রামগড় থানা অফিসার ইনচার্জ  মো: মিজানুর রহমান জানান, ছদ্মবেশী ওই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে খাগড়াছড়ি বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button