Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

মানিকছড়িতে প্রাইভেটকার সহ চোলাই মদ ও তিনজন আটক

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি, খাগড়াছড়ি  :
জেলার মানিকছড়িতে দুইটি প্রাইভেটকারে দেশীয় তৈরী চোলাই মদ সহ তিজনকে আটক করেছে থানা পুলিশ ।

 

 

পুলিশ সুত্রে জানায়, ০৫ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার রাত পোনে ৪ চারদিকে এসআই সুমন কান্তি দে সঙ্গীয় অফিসার এবং সঙ্গীয় ফোর্সদের সহযোগীতায় মানিকছড়ির যোগ্যাছোলা ইউনিয়নের গাড়িটানা বাজারের টুল বক্সের সামনে থেকে ২টি প্রাইভেটকার , ১৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ সহ তিনজনকে আটক করে।

আটককৃত আবু তৈয়ব(২৭) , পিতা- আলী আহমেদ ও মোঃ মিজান (২৬) রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের মৃত মোহাম্মদ উল্লাহ ছেলে। অপর জন রাজীব রবি দাশ (৩০), চট্টগ্রামের খুলশি থানার ব্যাটারীগলি (রবি দাশ কলোনী)র মনুরবি দাশের ছেলে।

 

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আনচারুল করিম আটকের সত্যতা স্বীকার করে বলেন , অবৈধ মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানে দুইটি প্রাইভেটকারে অবৈধ মাদকদ্রব্য সহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃত আসামীগণের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হইয়াছে । গ্রেফতারকৃত আসামীগণকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।

Related Articles

Back to top button