Breakingঅপরাধচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

মিরসরাইয়ে চোরাই সেগুন কাঠ সহ ইউপি সদস্য আটক

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মিরসরাই ,চট্টগ্রাম  :
মিরসরাইয়ে চোরাই সেগুন কাঠভর্তি ট্রাক সহ আবদুল্লাহ আল মামুন নামে এক ইউপি সদস্যকে আটক করেছে বন বিভাগ।

 

৩০ সেপ্টেম্বর ২০২৩ , শনিবার ভোরে মিরসরাই সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়ার ষ্টেশন এলাকা থেকে বন বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। আবদুল্লাহ আল মামুন ৯নং মিরসরাই ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে। মামুন মধ্যম তালবাড়িয়া গ্রামের আবু তাহেরের ছেলে।

 

মিরসরাই বিটের রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহান শাহ নওশাদ জানান, দীর্ঘদিন মামুনের বিরুদ্ধে সংরক্ষিত বন থেকে অবৈধ ভাবে গাছ কেটে পাচারের অভিযোগ ছিল। কিন্তু হাতে নাতে ধরা যাচ্ছিল না। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তালবাড়িয়ার ষ্টেশন এলাকায় একটি ট্রাকে চোরাই সেগুন কাঠ লোড দেয়ার সময় তাকে হাতে নাতে আটক করা হয়। এবিষয়ে মামুনকে আসামি করে বন আইনের ২৬ ধারায় মিরসরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ট্রাক থেকে ১৮ ঘনফুট চোরাই সেগুন কাঠ উদ্ধার করা হয়।

 

৯নং মিরসরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম দিদার বলেন, সরকার পাহাড়ে সবুজ বনায়নের জন্য প্রতি বছর লাখ লাখ টাকা বিনিয়োগ করছে। এক শ্রেণীর অসাধু কাঠ পাচারকারী গাছ কেটে বন ধ্বংস করছে। ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুনকে যেহেতু বন বিভাগের কর্মকর্তারা কাঠ সহ আটক করেছে তার বিরুদ্ধে আইনগত ভাবে যে ব্যবস্থা নেওয়া হবে তাতে আমাদের কোন অভিযোগ নেই।

 

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, মিরসরাই বিটের রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদ বাদি হয়ে একজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

Related Articles

Back to top button