স্টাফ রিপোর্টার ,ফরিদপুর :
ফরিদপুরের সদর পুরে জাকের পার্টির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার দুপুরে সদরপুরের বাইশরশিস্থ ফরিদপুর স্পিনিং মিল মাঠে জাতীয় সংগীত পরিবেশন করে, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ করে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন জাকের পার্টির চেয়ারম্যান খাজা মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী।
জাকের পার্টির কেন্দ্রীয় উলামা ফ্রন্টের সভাপতি মুফতি শরিফুল ইসলাম সাইফির সঞ্চালনায় ফরিদপুর সাংগঠনিক জেলা ২ এর সভাপতি ডা. মোঃ ফজলুল হকের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীতে কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটির সদস্য সদস্যা সহ সহস্রাধিক নেতাকর্মীর সমাবেশ ঘটে।
এ সময় জাকের পার্টির চেয়ারম্যান দেশ থেকে মৌলবাদ, জঙ্গিবাদ জামায়াত জোটকে প্রতিহত করতে দেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলিম জনতাকে জাকের পার্টির শান্তির পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তিনি বলেন বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) নির্দেশে জাকের পার্টি প্রতিষ্ঠিত হয়। একসময় জাকের পার্টির পতাকা তলে মুসলিম উম্মাহ্র ধর্মপ্রাণ মুসলমান ঐক্যবদ্ধ হবেন বলে খাজা বাবা ওসিয়ত করে ওফাত যান। বিশ্বওলীর মতাদর্শের জাকেরান মুরিদানরা জাকের পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ রয়েছেন।